২৭ বছর পর কুম্ভমেলায় স্ত্রী খুঁজে পেলেন তার স্বামীকে ! এবার DNA টেস্ট এর অপেক্ষা
Mahakumbh Mela 2025: কুম্ভ মেলায় হারিয়ে যাওয়ার কথা যখন শোনা যাচ্ছে, ঠিক সে সময় হারিয়ে যাওয়া মানুষ ফিরে পাওয়ার গল্প উঠে আসছে। দীর্ঘ ২৭ বছর পর স্ত্রী তার স্বামীকে খুঁজে পেয়েছে কুম্ভ মেলায়। মহাকুম্ভে আঘোরী সাধুর (Aghori Monk) বেশে নিখোঁজ স্বামীর খোঁজ পেতেই কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী।
১৯৯৮ সালে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদ থেকে নিখোঁজ হয়ে যান গঙ্গাসাগর যাদব নামের এক ব্যক্তি। দীর্ঘদিন যাবত অনুসন্ধান প্রক্রিয়া চালায় পরিবার। কিন্তু কোন লাভ হয়নি।
২৭ বছর আগে একদিন হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে আর কখনও ঘরে ফিরে আসেননি গঙ্গাসাগর যাদব। শেষমেশ প্রয়াগরাজের (Prayagraj) মহাকুম্ভে গিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।
এবছর গঙ্গাসাগর যাদবের এক আত্মীয় মহাকুম্ভে যান। সেখানে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। অঘোরি সাধুর বেশে গঙ্গাসাগর যাদবকে দেখে মোবাইলে তার ছবি তুলে পরিবারের কাছে পাঠিয়ে দেন।
স্বামীকে জীবন্ত দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। জানা গেছে, বছর ৬৫-এর গঙ্গাসাগর এখন অঘোরি বাবা। তাঁর নতুন নামকরণ করা হয়েছে। এখন তিনি বাবা রাজকুমার নামেই পরিচিত।
স্বামীর জীবিত থাকার খবর পাওয়ার পরেই মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেয় স্ত্রী এবং পরিবার। গঙ্গাসাগরের স্ত্রী ধনোয়া দেবী জানান, বাবা রাজকুমারই আসলে তাঁর স্বামী গঙ্গাসাগর। গঙ্গাসাগরের সঙ্গে হুবহু তাঁর চেহারার মিল রয়েছে। লম্বা দাঁত, কপালে আঘাত এবং হাঁটুতে আঘাতের চিহ্ন দেখে নিশ্চিত হয়েছেন ধনোয়া। স্ত্রী তাঁর স্বামীকে দীর্ঘ বছর পর চিনলেও পরিবারকে চিনতে পারছেন না বাবা রাজকুমার।
নিজেকে বারাণসীর বাসিন্দা দাবি করে রাজকুমার জানান, গঙ্গাসাগর যাদবের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। পরিবারের তরফে পুলিশের কাছে আর্জি জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষা করানো হোক। মেলার পর ডিএনএ পরীক্ষার পরেই জানা যাবে সত্যিটা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊