আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী
২০২৫ এ প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আগামী ২১ জানুয়ারি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় পৌঁছবেন তিনি। এখানে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
সদ্য হওয়া লোকসভা নির্বাচনে তৃণমূল উত্তরবঙ্গে বিজেপির সঙ্গে কড়া টক্কর দিয়েছে। বিধানসভা উপনির্বাচনেও মাদারিহাটে বিজেপিকে পর্যুদস্ত করেছে বাংলার শাসক দল। সেদিক থেকে এই সফর যথেষ্ঠ উল্লেখযোগ্য হবে বলে মত ওয়াকিবহাল মহলের।
এদিকে বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকাগুলিতে চাপ বাড়ছে। উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় সম্প্রতি উত্তেজনা দেখা দিয়েছিল। সীমান্ত নিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বার্তা দিতে পারেন। সেই কথাও মনে করা হচ্ছে।
সম্প্রতি দিল্লী পুলিশ দিনহাটায় এসে পরিযায়ী শ্রমিকের বাড়িতে হানা দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল দিনহাটা জুড়ে। এই পরিস্থিতিতে নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করেছিলেন মন্ত্রী উদয়ন গুহ। তারপরেই পুলিশ ও জেলা শাসককে সাবধান করে দেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সফরের কথা জানার পরেই আলিপুরদুয়ারে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর উপলক্ষে কোনও ফাঁক রাখতে চাইছেন না।
জানাগিয়েছে, ২২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি (CM Mamata Banerjee)। এরপর ২৩ জানুয়ারি সুভাষিণী চা বাগানে একটি প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
এদিকে মুখ্যমন্ত্রীর সভা সফল করতে মাঠে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। এদিন জেলা নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বড়াইক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊