মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতিদের সংবর্ধনা প্রদান জেলাশাসক দপ্তরের 

Toppers


মাধ্যমিক উচ্চমাধ্যমিক পশ্চিমবঙ্গ বোর্ডের পূর্ব বর্ধমান জেলার টপারদের সংবর্ধনা জ্ঞাপন ও একটি করে ল্যাপটপ প্রদান করা হলো ছাত্র-ছাত্রীদের। পূর্ব বর্ধমানের জেলাশাসকের সভাগৃহ থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পশ্চিমবঙ্গ বোর্ডের পূর্ব বর্ধমান জেলার টপার দের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। পাশাপাশি একটি করে ল্যাপটপ দেওয়া হলো বুধবার।


পূর্ব বর্ধমান জেলার টপার ৩২ জন ছাত্র-ছাত্রীদের শুভ ইংরেজি নববর্ষের দিনে সংবর্ধনা জ্ঞাপন করা হয় জেলাশাসক দপ্তর থেকে। সংবর্ধনা স্বরূপ ফুলের তোড়া, মিষ্টি, একটি করে ল্যাপটপ এবং মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা পত্র তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী। এছাড়াও ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি গার্গী নাহা, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সহ বিশিষ্ট জনেরা।


জানা যায় জেলায় ৩২ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৭ জন ছাত্র এবং ১৫ জন ছাত্রী ছিল।

জেলাশাসক আয়েশা রানী বলেন নতুন বছরটা আমরা খুব সুন্দর ভাবে শুরু করেছি। ছাত্র-ছাত্রীদের সম্মান জানিয়ে বছর শুরু করলাম। এর চাইতে বড় কাজ আর অন্য কিছু হতে পারে না। বুধবার এখানে যত জন পড়ুয়া ছিল তার মধ্যে ছাত্রীটাও আছে এটা একটা বড় বার্তা সমাজের পক্ষে যে মেয়েরাও এগিয়ে আছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনেক রকমের প্রকল্প রয়েছে যার মধ্যে ছাত্র-ছাত্রীদের জন্যও রয়েছে বহু প্রকল্প।