Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বপন স্মৃতি বিদ্যাপীঠের শুভ সূচনা

স্বপন স্মৃতি বিদ্যাপীঠের শুভ সূচনা

Swapan Smriti Vidyapith


কোচবিহারের টাপুরহাট সমাজকল্যাণে "স্বপন স্মৃতি বিদ্যাপীঠ " বিদ্যালয়ের শুভ সূচনা সুসম্পন্ন হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "স্বপন স্মৃতি বিদ্যাপীঠ" এর প্রতিষ্ঠাতা ড.সুশান্ত সরকার ও সঞ্জীব মোদক। উপস্থিত ছিলেন "স্বপন স্মৃতি বিদ্যাপীঠ " -এর প্রিন্সিপাল ইন-চার্জ সঞ্জীব মোদক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকবৃন্দ। 



এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক প্রশান্ত বর্মন, উপস্থিত ছিলেন ঘুঘুমারী জি.পি. সদস্যা আর্জিনা বিবি, সমাজসেবক স্বদেশ সরকার, দুলালী সরকার, শিক্ষিকা সুরাইয়া বিবি, শিক্ষক পঙ্কজ বর্মন, অশোক সরকার, প্রসেনজিত কার্যী, আশুতোষ লায়েক সহ অভিভাবক অভিভাবিকা ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ।


সেই সঙ্গে "স্বপন আর্ট একাডেমির" পক্ষ থেকে Art competition এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান সুসম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code