বিজেপি -কংগ্রেস ছেড়ে তৃণমূলে জেলা পরিষদ সদস্য ও পঞ্চায়েত!
আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভার পান্জি পাড়া বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস পালন হলো। তার সাথে আজকে একটি বিরাট যোগদান সভারও আয়োজন করা হয়।উক্ত যোগদান সভায় বিজেপি, কংগ্রেস ত্যাগ করে কয়েক হাজার নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগদান করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ৯ নম্বর জেলা পরিষদ সদস্য সামস তাবরেজ ওরফ বাবু, একজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলের পতাকা হাতে তুলে নেয়।তাদের বক্তব্য, আমরা গত দু'বছর জাতীয় কংগ্রেস দলে থাকলেও জনগণের স্বার্থে কোন উন্নয়ন করতে পারেনি।সেজন্য আমরা জাতীয় কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। আগামীতে জনগণের উন্নয়নের জন্য পাশে থাকবো।
এদিন সভাশেষে রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখর বিধানসভার বিধায়ক গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন,মমতা দিদির উন্নয়ন দেখেই বিভিন্ন দল ত্যাগ করে,তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তারা ভুল করেছিল গত লোকসভা ভোটে কেন্দ্রের ক্ষমতাশীন বিজেপি এবং জাতীয় কংগ্রেসকে ভোট দিয়ে। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে তারা সঠিক জায়গায় ভোট দিয়ে তাদের ভুল শুধরে নিবে।
এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস এবং যোগদান সভা কে কেন্দ্র করে বিভিন্ন এলাকার থেকে আগত তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী সমর্থকরা হাজির ছিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊