বছরের প্রথম দিনেই সস্তা হল গ্যাস


Gas
আজ পয়লা জানুয়ারি ২০২৫ বছরের প্রথম দিনেই সস্তা হলো গ্যাস। প্রতি মাসের শুরুতেই সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বদল করে। মাসের প্রথম দিনেই ঘোষনা হয় নয়া দাম‌ সেই মতোই আজ নয়া দাম জানা গেল।

দেশের সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলির পক্ষ থেকে আজ ১ জানুয়ারি বুধবার বাণিজ্যিক গ্যাসের (LPG Price Cut) দাম ১৪.৫০ টাকা কমানো হল। দিল্লিতে আজ (LPG Cylider Price Cut) থেকে নতুন ১৯.৫ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৮১৮.৫০ টাকা থেকে কমে হল ১৮০৪ টাকা।

কলকাতায় ১৯ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৯২৭ টাকা থেকে কমে হয়েছে ১৯১১ টাকা। মুম্বইতে ১৭৭১ টাকার বদলে এই দাম কমে আজ থেকে হল ১৭৫৬ টাকা। অন্যদিকে চেন্নাইতে আজ ১ জানুয়ারি থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৮০.৫০ টাকা থেকে কমে হয়েছে ১৯৬৬ টাকা।

অগাস্ট মাস থেকে পরপর দাম বেড়ে গিয়েছে বাণিজ্যিক ১৯ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের। এবার খানিক স্বস্তি গ্রাহকদের। বছরের শুরুতেই দাম কমায় খুশি হবে সকলেই।