নতুন বছরে নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য ডাক দিলেন অভিষেক


Abhishek Banerjee


নতুন বছরে নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য ডাক দিলেন অভিষেক। আজ ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে নতুন উদ্যমে লড়াই করার জন্য ডাক দিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সেকেন্ড ইন কমান্ড লেখেন, রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা মাটি মানুষ সর্বদা নিয়োজিত। তৃণমূল কংগ্রেসের পরিবারের সকল কর্মীর আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টাকে আমার কুর্নিশ। তাঁরাই আমাদের দলের মেরুদণ্ড। নতুন বছরে নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন। সকল ক্লেদ,বিষাদ, গ্লানি মুছে যাক সুখের পরশে। এই প্রার্থনা আমার।

এবার তৃণমূলের ২৮তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনে দলের কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের পরিবারের সকল কর্মীর আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টাকে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।