বিদায়ী শিক্ষার্থীদের সমাবর্তন ও বর্ষ শেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল ভুবন মোহন শিশু শিক্ষা নিকেতনে

Vubon mohon siksha Niketan



খানাকুল থানার অন্তর্গত রাজা রামমোহন চক্রের অধীন পালদিঘী ভুবন মোহন শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে ( আর.আর-৩৮) সারম্বরে পালিত হল বর্ষশেষ উৎসব । বিদায়ী শিক্ষার্থীদের সমাবর্তন সহ প্রগতি পত্র প্রদান করা হয়। সেপ্টেম্বর ২০২৪ হইতে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই চার মাসের শিশুদের জন্মমাস পালন করা হয়। উপস্থিত ছিলেন অভিভাবক অভিভাবিকা গন । এমন মিস্টি মুখর অনুষ্ঠানে খুশি সকলে।

কেক কাটা , মাংস ,ভাত , চাটনি , পাঁপড় , পায়েস ও রসগোল্লা খাওয়ানো হয়। বিশ্বের উষ্ণায়ন কমানোর জন্য ও আগামী প্রজন্মের সুস্থ্য জীবনের লক্ষে প্রতিটি ছাত্রছাত্রী কি উপস্থিত অভিভাবিকা গণের দ্বারা চারাগাছ প্রদান করা হয়। উপস্থিত সহশিক্ষক গন আগামী প্রজন্মের ভবিষ্যতের গুরুত্ব আলোকপাত করেন। 



প্রধান শিক্ষক অসিত মাজি মহাশয় বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের আশা প্রকাশ করেন। আরও উল্লেখ করেন খুব শিঘ্রই স্মার্ট ক্লাস চালু হবে। |বিদ্যালয়ে ভর্তি করন কর্মসূচি সহ শিশুদের সার্বিক বিকাশ কামনা করেন।