ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র


ISRO PSLV-C56




ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র। আগামী ১৪ জানুয়ারি মেয়াদ শেষ হচ্ছে বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের। আর তার আগেই নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা। 


জানা যাচ্ছে, এবার ISRO র চেয়ারম্যানের দায়িত্ব নেবেন ভি নারায়ণন। ভারত সরকারের মহাকাশ দপ্তরের প্রধান সচিবের দায়িত্বও নিতে চলেছেন তিনি। ১৪ই জানুয়ারি দায়িত্ব নেবেন তিনি। মঙ্গলবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে নয়া প্রধান হিসেবে ভি নারায়ণন-এর নাম ঘোষণা করেছে কেন্দ্র।


আরোও জানা যাচ্ছে, মন্ত্রী সভার নিয়োগ কমিটি জানিয়েছে আগামী ২ বছর এই পদে থাকবেন ভি নারায়ন। বর্তমানে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদে রয়েছে। ১৯৮৪ সালে ইসরোতে যোগ দেওয়া এই বিজ্ঞানীর রকেট ও মহাকাশযান পরিচালনায় ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। ইসরো গগনযান প্রজেক্টেও যুক্ত তিনি। 


প্রসঙ্গত ২০২২ সালের জানুয়ারি মাসে ইসরো প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এস সোমনাথ