Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫ তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল

কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫ তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল

75th year celebration of Cooch Behar District Sports Association



কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে গতকাল এক মশাল মিছিলের আয়োজন করা হয়েছিল এবং আজ এই উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হলেন ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল।

বুধবার সকালে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সন্দীপ পাতিলকে সংবর্ধনা প্রদান করা হয় এবং সেই সাথে কোচবিহারের বিভিন্ন ক্লাবের পক্ষ থেকেও সন্দ্বীপ পাতিল কে সংবর্ধনা প্রদান করা হয়।

আজকের এই উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সংবর্ধনা অনুষ্ঠানের পরে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যেখানে হুড খোলা গাড়িতে দেখা গিয়েছে সন্দীপ পাতিল এবং চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে।

আজকের এই শোভাযাত্রায় পা মিলিয়েছে বিভিন্ন স্কুলের থেকে আগত ছাত্র-ছাত্রীরা। এই শোভাযাত্রাটি শুরু হয়েছে কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামের সামনে থেকে এবং সেখান থেকেই কোচবিহারের বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা।

বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে সামনে পেয়ে যথেষ্ট খুশি কোচবিহারের সাধারণ মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code