WB Primary Education: প্রাথমিকে আসছে না সেমিস্টার সিস্টেম ! মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ! 

WB Primary Education: প্রাথমিকে আসছে না সেমিস্টার সিস্টেম ! মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ !



২০২৪ এর শেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ঘোষণা করেছিলেন প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা, কিন্তু ২০২৫ এর শুরুতেই সেই ঘোষণাকে বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সভাঘরে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এক এক করে বিভিন্ন দফতর ধরে কাজের হিসাব নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতরের পালা আসতেই প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থা বদলের ঘোষণা নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

কী ভাবে মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া এই ঘোষণা হল, কেন মুখ্যমন্ত্রীকে বা মুখ্যসচিবকে বিষয়টি জানায়নি শিক্ষা দফতর, তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ভর্ৎসনা করেন মমতা।

মুখ্যমন্ত্রী জানান- ‘‘আমি চাই ছাত্রছাত্রীদের ভার কমাতে। আর সেখানে কিনা সিমেস্টার? ওইটুকু ছেলেমেয়েরা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার শিখছে। আর তাদের বলা হচ্ছে সিমেস্টার করতে! কোনও সিমেস্টার হবে না।’’

এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনে গৌতম পাল ঘোষণা করেছিলেন- "ড়ুয়াদের উপর থেকে চাপ কমাতে এবং পড়াশোনায় উৎসাহী করতে চালু হবে ক্রেডিট পয়েন্ট সিস্টেমও (Credit Base Semester System) । শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানান, এই ব্যবস্থায় থাকবে না কোন খাতায় কলমে পরীক্ষা। স্কুলে উপস্থিত থাকলেই পাবে ক্রেডিট। একটি সেমিস্টার ৪০০ ঘন্টা বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। একটি সেমিস্টারে ১৬.৫ ক্রেডিট পয়েন্ট ।

তবে এদিন মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর কার্যত বাতিল হয়ে গেলো প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের ঘোষণা। প্রাথমিকে হচ্ছে না কোন সেমিস্টার সিস্টেম।