Latest News

6/recent/ticker-posts

Ad Code

মর্মান্তিক! আগুন ভয়ে এক ট্রেন থেকে ঝাঁপিয়ে অন্য ট্রেনের ধাক্কায় মৃত্যু যাত্রীদের!

মর্মান্তিক! আগুন ভয়ে এক ট্রেন থেকে ঝাঁপিয়ে অন্য ট্রেনের ধাক্কায় মৃত্যু যাত্রীদের!

Pic Source: Social Media 

মর্মান্তিক দুর্ঘটনা! আগুন ভয়ে এক ট্রেন থেকে ঝাঁপিয়ে অন্য ট্রেনের ধাক্কায় মৃত্যু যাত্রীদের! বুধবার মহারাষ্ট্রে পুষ্পক এক্সপ্রেসে আগুন আতঙ্ক ছড়ালে আগুন থেকে বাঁচতে রেললাইনে লাফ দিয়ে নেমেছিলেন পুষ্পক এক্সপ্রেসের কয়েকজন যাত্রী। আর ঠিক সেসময় রেল ট্রাকে দ্রুত গতিতে ছুটে আসা কর্নাটক এক্সপ্রেস পিষে দেয় যাত্রীদের। প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা।



মহারাষ্ট্রের জলগাঁওতে বিকেল পাঁচটার দিকে ঘটা এই দুর্ঘটনায় স্থানীয় রেল আধিকারিক জানান, বিকেল পাঁচটা নাগাদ আচমকা আগুন ধরে যায় মুম্বই থেকে লখনউগামী পুষ্পক এক্সপ্রেসে। সেই সময়ে ট্রেনটি পাচোরা স্টেশনের কাছে ছিল। চেন টেনে ট্রেন থামিয়ে লাফিয়ে পড়ে যাত্রীরা আশ্রয়ের দিকে এগোতে শুরু করেন। রেললাইনেই হাঁটতে থাকেন তাঁরা। যে লাইন ধরে পুষ্পক এক্সপ্রেসের যাত্রীরা হাঁটছিলেন, সেই ট্র্যাক ধরেই ছুটে আসছিল কর্নাটক এক্সপ্রেস। কিছু বুঝে ওঠার আগেই ওই যাত্রীদের ধাক্কা মারে ট্রেনটি।



ঘটনার পরেই শুরু হয় উদ্ধার কাজ। পৌঁছেছে ৮টি অ্যাম্বুল্যান্স। রেলের একাধিক আধিকারিকও ঘটনাস্থলে গিয়েছেন। তাঁদের আশঙ্কা, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে। শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code