দলছুট দুই হাতিকে জঙ্গলে ফেরাতে কুনকি হাতি আনা হলো ফালাকাটায়


elephant


আলিপুরদুয়ার:- দলছুট দুই হাতিকে জঙ্গলে ফেরাতে কুনকি হাতি আনা হলো ফালাকাটায়।   ফালাকাটা শহরে আনা হল দুটি কুনকি হাতি। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে ফালাকাটা শহরে ঢুকে পরে দুটি দলছুট হাতি। দাপিয়ে বেড়ায়  শহরের অলিগলি। যার জেরে হুলস্থুল কাণ্ড এলাকায়। ফালাকাটার অনেকের ঘুম ভাঙে হাতির ডাকের শব্দে। গজরাজকে দেখে বাসিন্দাদের কার্যত ভিরমি খাওয়ার হাল। 

আচমকা ফালাকাটা শহরে ঢুকে পড়ে দলছুট দুটি হাতি। তাণ্ডব চালায় শহরের একাংশে। ফালাকাটার গার্লস হাইস্কুলের দেওয়াল ভেঙে দেয় তারা। তারপর ফালাকাটা শহরের বুক চিরে যাওয়া ১৭ নম্বর জাতীয় সড়কের একাধিক লোহার রেলিং ভেঙে দিয়েছে বলে খবর। 

জানা গিয়েছে, শহরে দাপিয়ে বেড়ানোর পর ফালাকাটার সুভাষপল্লি এলাকার একটি ঝোপে আশ্রয় নেয় ওই হাতি দুটি। এরপর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেই ওই দুটি হাতি ঠায় রয়েছে ঝোপে। এরপর এদিন দুপুরে বনদপ্তরের দু’টি কুনকি হাতিকে লরিতে করে ফালাকাটায় নিয়ে আসা হয়। ঘটনাস্থলে রয়েছেন ফালাকাটার বিডিও অনিক রায় রয়েছেন পুলিশ আধিকারিক সহ বনকর্তারা।