তৃণমূল থেকে সাসপেন্ড শান্তনু সেন ও আরাবুল ইসলাম!
তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড শান্তনু সেন ও আরাবুল। এমনটাই খবর। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার পর, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকারের উল্টো সুরে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শান্তনু সেন। এরপর একে একে একাধিক পদ থেকে সড়িয়ে দেওয়া হয় তাঁকে। ছেঁটে ফেলা হয় ডানা এমনকি রাজ্যের নিরাপত্তা তুলে নেওয়া হয়। যদিও ভোটে জিতে রাজ্য আইএমএ-র সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি।
ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকেও দল বিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হয়েছে। এর আগেও একবার বহিষ্কার করা হয়েছিল আরাবুলকে। ২০১২ সালে ভাঙড় কলেজে ঢুকে অধ্যাপিকাকে জলের জগ ছুড়ে মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
এই দুই তৃণমূল নেতার সাসপেন্ড প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানান, এরা দলের শৃঙ্খলা-বিরোধী নানারকম কাজ করছিলেন। যা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। এই পরিস্থিতিতে দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং শান্তনু সেনকে দল থেকে সাসপেন্ড করেছে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊