Earthquake: শীতের সকালে ভূমিকম্পে কাঁপল দুই বঙ্গ
নেপালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। নেপালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত, বাংলাদেশ, ভুটান ও চীনও। এসব দেশে অনেক শহরের বহুতল ভবনগুলোতে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
সাত সকালে ভূমিকম্পে (Earthquake) কম্পন অনুভূত হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে উত্তরবঙ্গও। মঙ্গলবার সকাল ৬.৪০ নাগাদ আঘাত হানে এই ভূমিকম্প। দীর্ঘ ১ মিনিট ধরে কম্পন অনুভূত হয়। আতঙ্কে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ।
সূত্রের খবর, ভূমিকম্পের উৎসস্থল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। উৎসস্থলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে কম্পনের মাত্রা তীব্র হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
নেপালি সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্টেও ভূমিকম্পের তথ্য নিশ্চিত করা হয়েছে। অবশ্য কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
শেষ ২০১৫ সালে তীব্র মাত্রায় ভূমিকম্প হানা দেয় নেপালে। সেবার কম্পনের মাত্রা ছিল ৭.৮। সেই ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় দেশটির বড় অংশ। মৃত্যু হয় ৯ হাজার মানুষের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊