HMPV নিয়ে সতর্কবার্তা মমতার
HMPV ভাইরাস নিয়ে অযথা আতঙ্কের কিছু নেই বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেছেন, "কিছু প্রাইভেট চক্র আছে যারা সাধারণ মানুষের স্বাভাবিক জ্বর নিয়েও আতঙ্ক ছড়াচ্ছে। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর নয়।"
মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফিরে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখান থেকে রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, “অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর নয়।”
একইসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ,“কিছু প্রাইভেট চক্র আছে যারা সাধারণ মানুষের স্বাভাবিক জ্বর নিয়েও আতঙ্কিত করে দিচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা স্বাস্থ্যসাথী দিয়েছি, যেখানে প্রয়োজনের বাইরেও কয়েক লক্ষ টাকার অনর্থক বিল হচ্ছে। তাই আমরা এটা নিয়ে উচ্চস্তরে আলোচনা করেছি। আমরা প্রয়োজন হলে অবশ্যই জানাব। তাই আপাতত এটা নিয়ে আতঙ্কিত হবেন না।”
গতকালও রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা বলেছিলেন, “HMPV নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই। বৈঠক করে মুখ্যসচিব গাইডলাইন ঠিক করেছেন। অন্য কোনও গাইডলাইন এলে রাজ্য সরকার তা মানবে।” করোনাকালের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আরও বলেন, “রাজ্য প্রশাসন সবসময় মানুষের সেবায় তৈরি।”
এদিকে স্বাস্থ্য মন্ত্রক শিশুদের মধ্যে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) সংক্রমণের সাতটি ঘটনা নিশ্চিত করেছে, যার মধ্যে বেঙ্গালুরু, নাগপুর, তামিলনাড়ু এবং আহমেদাবাদে সংক্রমণ শনাক্ত করা হয়েছে। চিনে শ্বাসকষ্টজনিত অসুস্থতার বৃদ্ধির মধ্যে ভারতেও আক্রান্তের ঘটনা সামনে এসেছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং COVID-19-এর মতো প্রাদুর্ভাবের কোনও ঝুঁকি নেই বলে জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊