SSC, OBC থেকে ডিএ মামলা, জানুন সুপ্রীম আপডেট 

SSC, OBC থেকে ডিএ মামলা, জানুন সুপ্রীম আপডেট


একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে গেলো আজ। OBC সার্টিফিকেট থেকে SSC মামলা এমনকি গুরুত্বপূর্ণ ডিএ মামলার দিকে তাকিয়ে থাকলেও ফের পিছিয়ে গেলো তারিখ।


মঙ্গলবার OBC শংসাপত্র মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে। কিন্তু এদিন শুনানি হয়নি। এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা আগামী ২৮ জানুয়ারি। ফলে আপাতত এই মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রইল।

SSC-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, আগামী সোমবার মামলার শুনানি করা যেতে পারে। সব পক্ষ তাতে রাজি হয়। আগামী ১৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।


একই অবস্থা ডিএ মামলার। মঙ্গলবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা থাকলেও, সেটা হল না। আগামী মার্চে নতুন বেঞ্চ গঠন করে ডিএ মামলার শুনানি হতে পারে। তবে নির্দিষ্ট কোনও তারিখ শীর্ষ আদালত দেয়নি।