Latest News

6/recent/ticker-posts

Ad Code

চিকিৎসক এবং বন কর্মীদের সব রকমের প্রচেষ্টার পরও বাঁচানো গেল না দাতাল হাতি টিউমারকে

চিকিৎসক এবং বন কর্মীদের সব রকমের প্রচেষ্টার পরও বাঁচানো গেল না দাতাল হাতি টিউমারকে

Elephant Death


চিকিৎসক এবং বন কর্মীদের সব রকমের প্রচেষ্টার পরও বাঁচানো গেল না দাতাল হাতি টিউমারকে। গত ২৮ ডিসেম্বর মুঙ্গিয়াকামি থানা এলাকার লক্ষ্মীপুর এডিসি ভিলেজ এলাকাতে রেলের ধাক্কায় গুরুতর আহত হয় টিউমার। বনদপ্তরের চিকিৎসক এবং বনকর্মীরা হাতিটিকে বাঁচিয়ে তুলতে সব রকমের প্রয়াস নেয়। গতকালকে থেকে হাতিটি চিকিৎসায় সাড়াও দিচ্ছিল। জল এবং কিছু খাবার ও মুখে নিয়েছিল। তবে সন্ধ্যার পর থেকেই শারীরিক অবস্থা অবনীতির দিকে যাচ্ছিল। রাত্র প্রায় ১০ টা নাগাদ টিউমার হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে । 


টিউমারের মৃত্যুর খবর পৌঁছতেই বনদপ্তরের কর্মী এবং পশুপ্রেমীদের মধ্যে শোকের ছায়া দেখাc দিয়েছে। আজ সকাল থেকেই আশপাশ এলাকার বহু মানুষে টিউমারের মরদেহের পাশে এসে শেষ শ্রদ্ধা জানায়। পূজা অর্চনা করে শেষ শ্রদ্ধা জানান খোয়াই জেলা বন আধিকারিকএস বোরদে সহ অন্যান্য বন আধিকারিকগণ। 



জেলা বন আধিকারিক বোরদে জানান, আমরা চেষ্টার কোন ত্রুটি রাখিনি হাতি টিকে বাঁচিয়ে তোলার জন্য। গুজরাটের জামনগর থেকে গতকালকেই হাতি বিশেষজ্ঞ চিকিৎসকের দল রওনা দিয়ে দিয়েছিল। হেলিকপ্টার দিয়ে হাতিটিকে ঘটনাস্থল থেকে চিকিৎসা করার জন্য টিমও রেডি করা হয়েছিল। কিন্তূ হাতিটি আমাদের সেই সুযোগ আর দেয়নি। সংবাদ লেখা পর্যন্ত হাতি টির পোস্টমর্টেমের কাজ চলছে। শেষে হাতিটিকে মাটিচাপা দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code