Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৪ ঘন্টার মধ্যে দোষীরা গ্রেফতার না হলে CBI তদন্তের দাবি মৃতের স্ত্রীর

২৪ ঘন্টার মধ্যে দোষীরা গ্রেফতার না হলে CBI তদন্তের দাবি মৃতের স্ত্রীর

cbi


দিনহাটা:

দিনহাটার ভেটাগুড়ির জোড়া খুনের ঘটনায় ভেটাগুড়ির বালাডাঙ্গা গ্রামের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য জাকির মিয়া সহ মোট পাঁচ ব্যক্তির নামে দিনহাটা থানায় অবশেষে খুনের অভিযোগ করলো মৃত হাসানুর মিয়ার স্ত্রী ছায়েরা বানু বিবি।

বুধবার বিকেল চারটে নাগাদ দিনহাটা থানায় উপস্থিত হয়ে বালাডাঙ্গা গ্রামের পঞ্চায়েত সদস্য জাকির মিয়া সহ আরো চার ব্যক্তির নামে তিনি খুনের অভিযোগ করেন। অভিযোগ জমা দিয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে মৃত হাসানুরের স্ত্রী জানান গতকাল রাতে তার স্বামীকে গ্রাম পঞ্চায়েত সদস্যের নির্দেশেই কয়েকজন ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, তারপর বাড়ির পার্শ্ববর্তী এলাকাতে রক্তাক্ত ও মৃত অবস্থায় হাসানূরের দেহ উদ্ধার হয়।

তিনি আরো জানান অভিযুক্ত পঞ্চায়েত সদস্য এর আগেও একাধিকবার তাদেরকে হুমকি দিয়েছে। মৃত হাসানুরের স্ত্রী আরও অভিযোগ করেন ঘটনায় পুলিশ ঠিক মতো তদন্ত করছে না পাশাপাশি পুলিশকে ২৪ ঘন্টার সময় দেন তারা। যদি পুলিশ ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করে তাহলে তারা সিবিআই তদন্তের দাবী জানাবে।

প্রসঙ্গত গতকাল রাতে দিনহাটার ভেটাগুড়ির বালাডাঙ্গা গ্রামে জোড়া খুনের ঘটনা ঘটে। হাসানুর মিয়া এবং ইউসুফ মিয়া নামে দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। ঘটনায় হাসানুরের পরিবারের তরফ থেকে তার স্ত্রী স্থানীয় বালাডাঙ্গা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য জাকির মিয়া সহ আরো কয়েকজনের নামে অভিযোগ করলেও কোচবিহার জেলা পুলিশ সুপার সকালেই জানিয়েছেন হাসানুর এবং ইউসুফ দুজনেই দাগি আসামি ছিল। তারা একসাথে বেশ কয়েক বছর জেল খেটেছে।

পুলিশ সুপার আরও জানায় ইউসুফ জেলে থাকাকালীন তার স্ত্রীকে প্রেমের প্রস্তাব দেয় হাসানুর। আর এটা নিয়েই হাসানুর এবং ইউসুফ এর মধ্যে তিক্ততা বাঁধে। জেলা পুলিশ সুপার আরো জানান প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে হাতাহাতি এবং অধিক রক্তক্ষরণের ফলেই এই মৃত্যু হয়েছে তাদের। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

অপরদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্য জাকির মিয়া জানিয়েছেন হাসানুর এবং ইউসুফ দুজনের গন্ডগোলে জেরেই এই ঘটনা ঘটেছে। তিনি সম্পূর্ণ নির্দোষ।

তবে জেলা পুলিশ সুপার এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যাই বলুক না কেন অবশেষে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে অভিযুক্ত করে মোট পাঁচজনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করল ভেটাগুড়ি জোড়া খুন কাণ্ডে নিহত হাসানুর মিয়ার স্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code