Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরকীয়া প্রেমের জেরেই ভেটাগুড়িতে জোড়া খুন! দানা বাঁধছে রহস্য

পরকীয়া প্রেমের জেরেই ভেটাগুড়িতে জোড়া খুন! দানা বাঁধছে রহস্য

Bhetaguri news


সমীর হোসেন, দিনহাটা:

অন্যের স্ত্রীকে প্রেমের প্রস্তাব,প্রত্যাখ্যান করায় কি জোড়া খুন! দানা বাঁধছে রহস্য? মঙ্গলবার রাতে জোড়া খুনের ঘটনাটি ঘটে ভেটাগুড়ি বালাডাঙ্গা সংলগ্ন কান্তির খাওয়া গ্রামে। ইউসুফ মিয়া ও হাসানুর মিয়া নামে দুই ব্যক্তি খুন হয়। দুজনের রক্তাত্ব দেহ একই রাস্তার দুই ধারে উদ্ধার করে স্থানীয়রা দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করে।


এই বিষয়ে জেলা পুলিশ সুপার জানান গতকাল রাতে ইউসুফ মিয়া ও হাসানুর মিয়া নামে দুই ব্যক্তি খুন হয়। উল্লেখ্য প্রায় ১২ বছর আগে মাথাভাঙ্গার একটি জুয়েলারি দোকানে ডাকাতির মামলায় ইউসুফ মিয়া এবং হাসানুর মিয়াকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে ইউসুফ বিচার বিভাগীয় হেফাজতে ছিল এবং হাসানুর মিয়া জামিন পেয়েছিল। জেল থেকে বেরিয়ে আসার পর হাসানুর মিয়া, ইউসুফ মিয়ার স্ত্রীর সাথে পালানোর চেষ্টা করে, কিন্তু মহিলা তা প্রত্যাখ্যান করায় ব্যর্থ হয়। শোনা যায়, সেই সময় হাসানুর তার অস্বীকৃতির জন্য ওই মহিলাকে মারধর করে।


তবে, একজন অভ্যাসগত অপরাধী হওয়ায় হাসানুরকে আবারও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়। গত ৫ বছর ধরে সে বিচার বিভাগীয় হেফাজতে ছিল। সংশোধনাগারে ইউসুফের স্ত্রীর উপর হাসানুরের এমন কার্যকলাপের কারণে হাসানুর এবং ইউসুফের মধ্যে শত্রুতা তৈরি হয়। তবে ৫ মাস আগে দুজনেই জেল থেকে মুক্তি পান।


প্রাথমিক তদন্তে জানা যায় যে, গতকাল রাতে মদ্যপ অবস্থায় দুজনের মধ্যে ঝগড়া হয় ও মারামারির ঘটনা ঘটে এবং পরবর্তীতে দুজনের রক্তাত্ব দেহ উদ্ধার হয়। পুলিশের তরফে আরও জানানো হয় যে ময়নাতদন্তের পর আরো বেশি তথ্য পাওয়া যাবে। যদিও এখনও থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code