কম বাজেট সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পে সুবিধা ভোগীদের বাড়ি তৈরী সম্পূর্ণ করাতে বিশেষ সচেতনতা শিবির

Dinhata news


দিনহাটা

কম বাজেট সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পে সুবিধা ভোগীদের বাড়ি তৈরী সম্পূর্ণ করাতে বিশেষ সচেতনতা শিবির। সাহেবগঞ্জে দিনহাটা দুই নম্বর ব্লক বিডিও অফিসের কনফারেন্স হলঘরে এই সচেতনতা শিবির আয়োজিত হয়। উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং, দিনহাটা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভাসিনী বর্মন ছাড়াও অন্যান্যরা।



মূলত দিনহাটা দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকার বাংলার বাড়ি প্রকল্পে সুবিধাভোগীদের সচেতন করতে এই শিবির আয়োজিত হয়। কারণ বাংলার বাড়ি প্রকল্পে সুবিধাভোগীরা পাচ্ছেন ১লক্ষ ২০ হাজার টাকা, যা অনেকটাই কম। সেই কারণে কম বাজেট সত্ত্বেও যাতে বাংলার বাড়ি প্রকল্পে সুবিধাভোগীরা দক্ষ রাজমিস্ত্রি ছাড়াও অতি বিচক্ষণতার সাথে তাদের বাড়ি প্রদত্ত অনুদানের মধ্যে সম্পূর্ণ করতে পারে সেইসব বিষয়ে সচেতন করা হয়।



এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পে সুবিধাভোগীরা আর্থিক অনুদান যেন বাড়ি তৈরি করতেই সঠিক ভাবে ব্যবহার করে সেই বিষয়েও ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।