পরকীয়া! স্ত্রী ও প্রেমিককে রাস্তায় মারধোর, ভাইরাল ভিডিও
স্ত্রী এবং তাঁর প্রেমিককে হাতেনাতে ধরে রাস্তাতেই মারধর শুরু করলেন স্বামী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা যায় ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অণ্ণামায়ায়। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেননি সংবাদ একলব্য (www.sangbadekalavya.in)।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিটিএম এলাকার মহিলা ও মুলাকালা চেরুভু মন্ডলের ভাদ্দিপল্লি এলাকার ২০ বছর বয়সি ইঞ্জিনিয়ারিং ছাত্র ইন্দ্রশেখরের পরিচয় ইন্সটাগ্রামে। নিয়মিত কথা বার্তা বলতে বলতে জড়িয়ে যায় প্রেমের সম্পর্কে। স্ত্রীকে সন্দেহ হওয়ায় এদিন সন্ধ্যায় স্ত্রী বাড়ি থেকে বেড়োলেই পিছু নেন স্বামী। এরপর প্রেমিককে সহ ধরে ফেলেন আর সেখানেই শুরু করেন মারধোর।
ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, স্ত্রী ও তার প্রেমিককে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে যুবক। এরপর তা মারধরের পর্যায়ে পৌঁছে যায়। ঠাসঠাস করে চড় মারতে থাকেন স্ত্রীকে। পাল্টা স্ত্রীর প্রেমিকের হাতে অল্পবিস্তর মারও খান। প্রতিবেদন অনুযায়ী যুবকের মারে গুরুতর আহত হন তাঁর স্ত্রীর প্রেমিক ইন্দ্রশেখর। তিনি বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
হইচই ফেলে দেওয়া সেই ভাইরাল ভিডিও দেখুন:
ఇన్స్టాలో ప్రేమ వ్యవహారం నడిపిన భార్య.. రెడ్ హ్యాండెడ్గా పట్టుకున్న భర్త
— Telugu Scribe (@TeluguScribe) December 8, 2024
మదనపల్లెకి చెందిన ఓ జంట ప్రేమించి పెళ్లి చేసుకున్నారు.. వారికి పిల్లలు కూడా పుట్టారు.
కానీ ఆ అమ్మాయి ఇన్స్టాగ్రాంలో మరో ఇంజనీరింగ్ యువకుడితో చాట్ చేస్తూ ప్రేమ వ్యవహారం నడిపించింది.
వీరిద్దరూ ఓ చోట… pic.twitter.com/rbD3Hz6p5x
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊