প্রয়াত হলেন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ

SM Krishna


দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ। ৯২ বছর বয়সে বেঙ্গালুরুতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায় গত অক্টোবরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর কিছুটা সুস্থ হলে বাড়িতে আনা হয়।

১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন কৃষ্ণ। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মনমোহন সিংহের দ্বিতীয় ইউপিএ মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রকের দায়িত্ব পালন করেন। বেঙ্গালুরুকে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি কেন্দ্র হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে কৃষ্ণের বিশেষ অবদান রয়েছে বলেই মনে করেন অনেকে।

প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘‘এসএম কৃষ্ণজির সঙ্গে বহু বার কথা বলার সুযোগ হয়েছে। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবার এবং অনুরাগীদের আমি সমবেদনা জানাই।’’