Viral Video: ট্রেনের দরজায় ঝুলে রিল বানাতে গিয়ে গাছে ধাক্কা খেয়ে পড়ে গেল তরুণী! 

Viral Video


রিলস এক প্রকার নেশায় পরিণত হয়েছে। কেউ দেখার নেশায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে আবার কেউ রিলস তৈরি করতে নানান ঝুঁকি নিচ্ছে। এমনি এক ভিডিও ঘিরে শোরগোল। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঝুলে বাতাস নেওয়ার ভিডিও শ্যুট করতে গিয়ে বিপদের মুখে পড়লো তরুণী। আর সেই ভিডিও প্রকাশ হতে ভাইরাল। যদিও সংবাদ একলব্য ভিডিও সত্যতা যাচাই করেনি।

সংবাদমাধ্যম ‘ডেলিস্টার’-এর প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়। চিনের ওই তরুণী শ্রীলঙ্কা বেড়াতে এসে ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় ভিডিও শ্যুট করতে গিয়েই বিপত্তি।

ভাইরাল ভিডিওতে দেখা যায় তরুণী ট্রেনের দরজায় হাতল ধরে বাইরের দিকে ঝুলছিল আর সেই ভিডিও শ্যুট করছিল ক্যামেরার পিছনে থাকা তার সফর সঙ্গী। এমন সময় রেল লাইনের ধারে থাকা একটি গাছে ডালে ধাক্কা খান আর হাত ফসকে পড়ে যান ট্রেন থেকে। সেই ভিডিও পোস্ট হয়েছে ডেলি স্টারের ইন্সটা অ্যাকাউন্টে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রেন থেকে পড়ে গেলেও ঝোপঝাড়ে পড়ার কারণে চিনা ওই তরুণী গুরুতর চোট পাননি। ট্রেন পরবর্তী স্টেশনে থামার পর তাঁকে উদ্ধার করতে যান তাঁর সহযাত্রীরা।