Latest News

6/recent/ticker-posts

Ad Code

'অপরাজিতা' বিলকে আইনে পরিণত করার দাবিতে পথে মহিলা তৃণমূল

'অপরাজিতা' বিলকে আইনে পরিণত করার দাবিতে পথে মহিলা তৃণমূল 

North Dinajpur TMC


আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভায় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো সাহাপুর বাজারে। এদিনের বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য ছিল,বাংলার বিধানসভায় পাস হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলার বিধানসভায় এই আইন পাস হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার এই আইনটিকে মান্যতা দিতে নারাজ।এইজন্য রাজ্যের প্রত্যেক বিধানসভায় এই বিষয় নিয়ে মিছিল করা হচ্ছে। সেই অনুরূপ আজকে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভায় এই মিছিল অনুষ্ঠিত হলো। ।

গোয়ালপোখর বিধানসভার মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের নারী ও শিশুদের সুরক্ষার জন্য অপরিজিতা বিলটি বিধানসভায় পাশ করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই বিলকে মান্যতা দিতে নারাজ। সেই জন্য আজকের এই মিছিল। কেন্দ্র সরকার এই বিলকে মান্যতা না দিলে আমরা আরো বৃহত্তরে আন্দোলনে নামবো। 



এদিনকার মিছিলে উপস্থিত তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সহকারী সভাধিপতি গোলাম রসুল মুনি।গোয়ালপোখর ১ নং ব্লকের সভাপতি আহমেদ রেজা, সিনিয়র নেতা সাফিউর রহমান, জয়নুল হক এবং সোহেল আহমেদ সহ এলাকা থেকে আগত কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code