Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডাক্তারদের জন্য 'এক ডাকে অভিষেক' প্রকল্প, প্রকাশ নম্বরও

ডাক্তারদের জন্য 'এক ডাকে অভিষেক' প্রকল্প, প্রকাশ নম্বরও 

Abhishek Banerjee


আমতলায় আজ ছিল অভিষেকের ডক্টর্স কনভেনশন। আর সেই কনভেনশনে 'স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের অভূতপূর্ব সাড়া, ১২০০ জন চিকিৎসক সামিল হয়েছেন। কলকাতায় ৫০০০ জন চিকিৎসককে নিয়ে কনভেনশন করব' জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন ২ জানুয়ারি থেকে এই কর্মসূচির ঘোষণা দেন তিনি। এক একটি বিধানসভায় ৪০টি ক্যাম্প, ১০ দিন ধরে চলবে। ডায়মন্ডহারবার, ফলতা, মেটিয়াবুরুজ সহ বেশ কয়েকটি বিধানসভায় ক্যাম্প হবে বলে জানান অভিষেক। ৭০ দিনে ৭ টি বিধানসভায় ক্যাম্প হবে। ৭০ দিনের শেষ ৫ দিন ২৮০টি শিবিরে টানা কর্মসূচি ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে বিভিন্ন টেস্ট করানো হবে বলেও ঘোষণা দেন তিনি ‌

ডাক্তারদের জন্য 'এক ডাকে অভিষেক' প্রকল্প ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রকাশ করলেন নম্বরও। '১০ জনের কমিটি তৈরি করা হবে, চিকিৎসকদের কোনও অসুবিধা হলে 'এক ডাকে অভিষেকে ৭৮৮৭৭৭৮৮৭৭' নম্বরে ফোন করুন', অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি এদিন কনভেনশন থেকে ধর্ষকদের ফাঁসির দাবি তুললেন অভিষেক। ধর্ষকদের জেলে বসিয়ে তিন বেলা খাওয়াব কেন? মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল অভিষেকের। 'অপরাজিতা' বিলকে আইনে পরিণত করতে প্রাইভেট মেম্বার বিল আনার হুঙ্কার অভিষেকের। 'পুলিশ কমিশনার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বদল হলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে?' প্রশ্ন অভিষেকের‌

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code