Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিএসএফ ক্যাম্পে চুরি, ঘটনার তদন্তে পুলিশ, গ্রেফতার অপরাধী

বিএসএফ ক্যাম্পে চুরি, ঘটনার তদন্তে পুলিশ, গ্রেফতার অপরাধী

BSF Camp


নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত শালুগাড়াতে আছে বিএসএফের ক্যাম্প । সেখান থেকে বেশ কিছু সামগ্রী চুরির ঘটনা ঘটে। এই বিষয়ে আরো জানা গিয়েছে ওই বিএসএফ ক্যাম্পে কনস্ট্রাকশনের কর্ম প্রক্রিয়া চলছে এছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম লাগানোর কাজ।সেখান থেকেই ফ্যান এবং বিদ্যুতের তামার তার এছাড়া আরো বেশ কিছু সামগ্রী চুরি যায়। গত পরশু রাতে চুরির ঘটনা ঘটে যায়, এরপর বিষয়টি নিয়ে ভক্তিনগর থানার পুলিশের দ্বারস্থ হয় শালুগাড়া বিএসএফের আধিকারিকরা।


এরপর এই ঘটনার তদন্ত শুরু করে দেয় ভক্তিনগর থানার পুলিশ।বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইংয়ের পুলিশ জানতে পারে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন একজন কুখ্যাত অপরাধী, সেই অপরাধীর নাম রাকেশ মিস্ত্রি।রাকেশ মিস্ত্রির বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কিছু অপরাধের ঘটনায় মামলা রয়েছে।পাশাপাশি ভক্তিনগর থানার পুলিশ বেশ কিছু বার রাকেশ মিস্ত্রিকে গ্রেফতার করেছিল চুরির ঘটনার অভিযোগেই। 



প্রসঙ্গত কিছুদিন পূর্বে সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছে রাকেশ।জেল থেকে বেরিয়ে আবার পুরনো পেশা শুরু ,গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাপড়ি এলাকা থেকে ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ রাকেশ মিস্ত্রিকে গ্রেপ্তার করে।ধৃতকে হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হয়, বিএসএফ ক্যাম্প থেকে চুরি যাওয়া নানান সরঞ্জাম উদ্ধার করে ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ।


ধৃত রাকেশ মিস্ত্রির বাড়ি হল ভক্তিনগর থানার খোলা চাঁদ ফাপড়ী এলাকায়।অভিযুক্তকে এদিন বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code