Latest News

6/recent/ticker-posts

Ad Code

আতঙ্কিত এলাকার মেয়েরা, মাতালদের দৌরাত্মে ইংরেজি স্কুলে পড়া ছোটরা শিখছে গালি ! প্রতিবাদে এলাকাবাসী

মাতালদের দৌরাত্মে আতঙ্কিত এলাকার মেয়েরা, ইংরেজি স্কুলে পড়া ছোটরা শিখছে গালি ! প্রতিবাদে এলাকাবাসী

Terrified by drunken violence



জনবসতি এলাকা থেকে মদের দোকান সরানোর দাবিতে স্থানীয়দের বিক্ষোভ এলাকার মহিলা ও পুরুষ একত্রিত হয়ে। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত সাঁকতোড়িয়া ডায়মণ্ড ক্লাব সংলগ্ন এলাকার এক ওয়াইন শপ(মদ)দোকানকে ঘিরে।

স্থানীয়দের অভিযোগ অনেক প্রাচীন মদের দোকান হলেও, বর্তমানে ঐ এলাকায় মদ মাতালের গালাগালিজ বা মদ্যপ অবস্থায় মাতালামি হচ্ছে । ঐ এলাকার বাড়ির ছেলে মেয়েরা ইংরেজি মাধ‍্যম স্কুল থেকে কলেজে লেখা পড়া করছে। অথচ বাড়ির সামনে রয়েছে এই রকম অস্বাস্থ‍্যকর পরিবেশ। গত দুই বছর ধরে যেখানে মদ‍্যপদের মাতলামি দৌরাত্ম‍্য বেড়েছে। তারা দিনে দুপুরে মদ কিনে দোকানের লাগোয়া এলাকায় মদ খেয়ে গালিগালাজ করছে। যা এক অস্বাস্থ‍্যকর পরিবেশ তৈরী করছে।

বাসিন্দাদের আরও অভিযোগ, বাড়ির বড় বড় বিবাহযোগ্যা মেয়েদের কটুক্তি করছে মাতালরা, ফোন নাম্বার চাইছে। এমন পরিবেশের আতঙ্কে কাটাতে হচ্ছে এলাকাবাসীদের, এমনটাই অভিযোগ।

তাই এই পরিস্থিতিতে তারা বিক্ষোভরত অবস্থায় দাবি করছেন অবিলম্বে ওই স্থান থেকে এই মদের দোকান অন‍্যত্র সরিয়ে ফেলতে হবে। ঘটনাস্থলে শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ।যদিও পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code