প্রমিলা বাহিনীর ১৪ তম জেলা সম্মেলন

pramila


দিনহাটা: 

বামনহাট পোয়াতুর কুঠি কমিউনিটি হলে প্রমিলা বাহিনীর ১৪ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার দুপুর ২:৩০ মিনিট নাগাদ আয়োজিত হয় এই সম্মেলন। 

সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা মহিলা সুরক্ষা আধিকারিক অর্পিতা মল্লিক, বামনহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কর্মকার, পোয়াতুর কুঠির গ্রাম পঞ্চায়েত সদস্য মহির শেখ, গিতালদহ বিকাশ সমিতির পক্ষে প্রাণকৃষ্ণ বর্মন, হাজের আলী, প্রমিলা বাহিনীর জেলা সভানেত্রী শংকরী বর্মন, জেলা কনভেনার সাজিদা পারভীন, জেলা সম্পাদিকা আছমা বিবি প্রমূখ। 

জানা গেছে মহিলাদের সম্মান সুরক্ষা ও ক্ষমতায়ন এর পাশাপাশি মহিলাদের অধিকার, শিশুদের অধিকার, মহিলাদের জমির অধিকার সহ বিভিন্ন ইস্যু নিয়ে পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নতুন কমিটি গঠন করা হয়।