Deadly Road Accident in Sikkim : ভয়াবহ দুর্ঘটনা সিকিমে, ঘুরতে গিয়ে মৃত্যু মা ও মেয়ের, আহত ৪

Deadly Road Accident in Sikkim



ভয়াবহ দুর্ঘটনা সিকিমে। শীতের বরফ ঢাকা সিকিমে ঘুরতে আসা এক পর্যটক পরিবার দুর্ঘটনায় পড়ে। মৃত্যু হয় মা এবং শিশু কন্যার।


শনিবার সন্ধ্যায় লামাটেনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, শনিবার সিকিমের আরিটার থেকে রোলেপের দিকে যাচ্ছিল পর্যটকবোঝাই একটি ছোট গাড়ি। চালকসহ মোট ৬ জন ছিলেন গাড়িটিতে।


সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন অন্য গাড়ির চালকরা। গাড়ি থেকে একে একে বার করা হয় চালক ও আরোহীদের। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পায়েল শাসমল নামে এক বধূ ও তাঁর আড়াই বছরের কন্যাসন্তান শ্রীনিকা শাসমলের। আহত ও নিহতদের উদ্ধার করে গ্যাংটকে আনা হয়েছে।



প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কম আলো ও কুয়াশার কারণে গাড়িটি রাস্তা থেকে খাদে পড়ে যায়। তবে এই ঘটনায় সিকিমে পর্যটকদের সুরক্ষা নিয়ে গত কয়েকবছর ধরেই প্রশ্ন উঠছে।


প্রশাসনের তরফে জানানো হয়েছে, নাথু লা সহ বেশি উচ্চতার জায়গাগুলিতে যেতে গেলে পর্যটকদের গাড়িগুলিকে বিশেষ নিয়ম মানতে হবে। গাড়িতে রাখতে হবে বরফ সরানোর বেলচা ও চেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে হবে গন্তব্যে। ফিরতে হবে সূর্যাস্তের আগে।