জেলাস্তরীয় যুব উৎসবে বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শনীতে জেলার সেরা শ্রীপৎ সিং কলেজ
ভারত সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্তর্গত মুর্শিদাবাদ নেহরু যুব কেন্দ্র সংগঠনের পরিচালনায় গত ৩০ শে নভেম্বর বহরমপুর কৃষ্ণনাথ কলেজে জেলাস্তরীয় যুব উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত উৎসবে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সেখানে স্বতন্ত্র এবং দলবদ্ধভাবে বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের আণবিক জীববিদ্যা ও জৈবপ্রযুক্তিবিদ্যা বিভাগের অধ্যাপক ডঃ অভিষেক বসু এবং অধ্যাপিকা দেবযানী মণ্ডলের তত্ত্বাবধানে শিলাদিত্য বিশ্বাস, নির্মাল্য সরকার, সোহাম দাস, দিয়োত্তমা চৌধুরী এবং সারস্বত মজুমদার সংগঠিত একটি দল তাদের মডেল সেখানে প্রদর্শন করে। তাদের মডেলের বিষয় ছিল উদ্ভিদের উৎপাদন বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার ভূমিকা।
মূল্যায়নে শ্রীপৎ সিং কলেজের এই দল বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে এবং তাদের ৭০০০ টাকা পুরস্কার দিয়ে সম্বর্ধিত করা হয়। পরবর্তীতে তারা রাজ্যস্তরে মুর্শিদাবাদ জেলার প্রতিনিধিত্ব করবে। শ্রীপৎ সিং কলেজের অধ্যক্ষ শ্রী কমলকৃষ্ণ সরকার মহাশয় প্রতিযোগীদের সাফল্যে গর্ববোধ করেন এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য তাদের উৎসাহ প্রদান করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊