Latest News

6/recent/ticker-posts

Ad Code

কয়েক দফা দাবি জানিয়ে আজিমগঞ্জ স্টেশন মাস্টারের মাধ্যমে হাওড়া DRM-কে ডেপুটেশন আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী ও নাগরিক মঞ্চের

কয়েক দফা দাবি জানিয়ে আজিমগঞ্জ স্টেশন মাস্টারের মাধ্যমে হাওড়া DRM-কে ডেপুটেশন আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী ও নাগরিক মঞ্চের

Ajimganj Jiaganj Rail yatri association


আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী ও নাগরিক মঞ্চের তরফে আজিমগঞ্জ জংশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজারের মাধ্যমে হাওড়া ডি. আর. এম কে একটি দীর্ঘ দাবিপত্র দেওয়া হল। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সুভাষচন্দ্র পান্ডে, ছোটন গোস্বামী, রাজু দাস, রাকিব শেখ, গৌতম উপাধ্যায় সহ আরও অন্যান্যরা। 

এদিনের দাবি গুলির মধ্যে অন্যতম দাবি গুলি ছিল-

৩ জোড়া লোকাল ট্রেনকে মালদা অবদি সম্প্রসারণ করা।

৪ জোড়া এক্সপ্রেস ট্রেনকে নশীপুর ব্রীজ দিয়ে চালানো।

আজিমগঞ্জ জংশন ও সিটি স্টেশনে জিয়াগঞ্জের দিকে টিকিট কাউন্টার নির্মাণ করা।

আজিমগঞ্জের রিজার্ভেশন কাউন্টার রাত্রি ৮ টা অবদি চালু রাখা, রিটাইরিং রুম চালু করা। 

নশীপুর ব্রীজ দিয়ে চলাচল করা ৩ জোরা লোকাল ট্রেনকে বহরমপুর কোর্ট অবদি সম্প্রসারিত করা।


বিকেল ৫ টায় নলহাটি/ রামপুরহাট যাওয়ার লোকাল ট্রেন, উত্তর বঙ্গ তথা উত্তর পূর্বাঞ্চল ও দিল্লি যাওয়ার নতুন ট্রেন, হাওড়া বালুরঘাট ট্রেনকে সপ্তাহে ৭ দিন চালানো ও এর অতিরিক্ত যাত্রা সময়কাল কমিয়ে দ্রুত মালদায় পৌছিয়ে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ধরার সুযোগ করা। 


নশীপুর রোড ট্রেন পুনরায় চালু করা, ও আজিমগঞ্জ এর দিকে নতুন একটি নশীপুর হল্ট রেল স্টেশন চালু করা। ইত্যাদি। 



সংগঠনের প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য অধ্যাপক (ড:) রাজা ঘোষ জানান "প্রথমেই ৮ দফা দাবি পূর্ন হওয়ার জন্য জিএম পূর্ব রেলকে একটি ধন্যবাদ জ্ঞাপন চিঠি আজিমগঞ্জ স্টেশন ম্যানেজারের মাধ্যমে পাঠানোর জন্য জমা করা হয়। এছাড়াও আজিমগঞ্জ জি আর পি এস কেও চালান ছাড়া ফাইন করার কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি স্মারকলিপি জমা করা হয়। "

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code