অস্ট্রেলিয়াকে সড়িয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা, চাপ বাড়লো ভারতের

Rohit Sharma


দিন-রাতের টেস্টে ভারতকে হারিয়ে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এগোনোর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শীর্ষ স্থান হারালো অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে এখন দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে ১০৯ রানে হারিয়ে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের চাপ আরও বৃদ্ধি পেল।

১০টি টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকার জয় ছ’টি ম্যাচে। একটি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৭৬। শতাংশের হিসাবে ৬৩.৩৩।

দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ১৪টি টেস্ট খেলে ন’টিতে জয় পেয়েছে, একটি ড্র করেছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৬৮ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১০২। শতাংশের হিসাবে ৬০.৭১।

তৃতীয় স্থানে রয়েছে ভারত। ১৬টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং হার দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১০। শতাংশের হিসাবে ৫৭.২৯।

চতুর্থ স্থান বজায় রেখেছে শ্রীলঙ্কা। তারা ১১টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৬০। শতাংশের হিসাবে ৪৫.৪৫।

পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসেরা ২১টি টেস্ট খেলে ১১টি জিতেছেন, একটি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ২৫২ পয়েন্টের মধ্যে তাঁদের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৪৫.২৪।