Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাদক মুক্ত সমাজ গড়তে পথসভা সলিডিটারি ইয়ুথ মুভমেন্টের

মাদক মুক্ত সমাজ গড়তে পথসভা সলিডিটারি ইয়ুথ মুভমেন্টের 



দেশের প্রতিটি অঞ্চলে মাদকের বিষাক্ত ছোবল গ্রাস করে চলেছে নতুন প্রজন্মকে। ফলশ্রুতিতে এর বিষাক্ত কামড়ে অকালে ঝরে পড়ছে বহু তাজাপ্রাণ। শূন্য হচ্ছে অনেক মায়ের বুক। কারা সৃষ্টি করছে এমন দুর্বিষহ পরিস্থিতি? কারা কেড়ে নিচ্ছে মায়ের বুক থেকে তার প্রিয় সন্তানকে, দায়ী কারা? আজ আমরা এমনই সব কঠিন প্রশ্নের সম্মুখীন। আর তাই মাদক মুক্ত সমাজ করতে অবিরাম সচেতনতা প্রচার করে চলছে সলিডারিটি ইউথ মুভমেন্ট। আজ ওকড়াবাড়ী বাজারে এনিয়ে একটি পথসভা অনষ্ঠিত হয়।




মানবধর্ম ও সমাজ ব্যবস্থার দৃষ্টিতে নেশা জাতীয় দ্রব্য উৎপাদন, ক্রয়-বিক্রয় ও সেবন গর্হিত কাজ হিসেবে পরিগণিত হলেও একশ্রেণির অসাধু ব্যবসায়ী ন্যায়নীতি বিসর্জন দিয়ে এসব উৎপাদন, বিতরণ ও পাচারের মাধ্যমে আয় করছে প্রভুত অর্থ, গড়ে তুলছে অবৈধ সম্পদ। অথচ এর খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। এ ভয়ানক পরিস্থিতিতে উদ্বিগ্ন আমদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষসহ সারা বিশ্ব। অভিভাবকরা আতঙ্কিত, উৎকণ্ঠিত। তারা শংকিত কখন মাদকের স্রোতে দিক হারিয়ে নেশার জালে আটকা পড়ে যায়, তাদের সন্তান। কখন ছোবল মেরে নেশাগ্রস্ত করে পাঠিয়ে দেয় মরণকূপে। এ ভয়াবহ পরিস্থিতি থেকে নিজের সন্তানকে রক্ষার জন্য মা-বাবার সঙ্গে পুরো জাতি আজ শঙ্কিত ও আতঙ্কিত। মাদকের অপব্যবহার সমাজের জন্য একটি বড় হুমকি। মাদকের অপব্যবহার দুর্ঘটনাজনিত ক্ষতি, দুর্ঘটনা, গার্হস্থ্য সহিংসতা, স্বাস্থ্য সমস্যা এবং মৃত্যুর সম্ভাবনা বাড়ায়। মাদকাসক্তদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। মাদক সেবনের ফলে কম আত্মসম্মানবোধ হতাশার জন্ম দেয়, যা অপরাধমূলক আচরণ এবং এমনকি আত্মহত্যার চিন্তাকেও উৎসাহিত করে। জীবন বিধৃংসী ক্ষতিকারক দ্রব্য সেবনের ফলে যুবসমাজের সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে। এরই পরিণাম স্বরূপ ছেলেমেয়ের হাতে মা-বাবা খুন, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি এখনকার নৈমিত্তিক ঘটনা।



অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) এবং ন্যাশনাল ড্রাগ ডিপেনডেন্স ট্রিটমেন্ট সেন্টার (NDDTC) দ্বারা 2019 সালের সমীক্ষা অনুসারে, অ্যালকোহল হল ভারতে সবচেয়ে বেশি আসক্ত পদার্থ, তারপরে আফিম এবং গাঁজা। ভারতে, অনুমান করা হয় যে প্রায় 7.21 কোটি মানুষ মাদক দ্বারা প্রভাবিত হয়। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (UNODC) কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট 2022 অনুযায়ী, বিশ্বব্যাপী 292 মিলিয়ন মানুষ মাদক ব্যবহার করে। গবেষণায় দাবি করা হয়েছে যে বিশ্বের সবচেয়ে বড় আফিমের বাজারের একটি হল ভারত। ভারতের তরুণরা সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ভারতে উদ্ধার হওয়া সমস্ত অবৈধ মাদকদ্রব্যের ৬০৩%-এরও বেশি উৎস পাঞ্জাব। ভারতে আনুমানিক ৭৫ মিলিয়ন মানুষ মাদকের সাথে সম্পর্কিত সমস্যা ভুগছেন, যার মধ্যে অনেকেই যুবক।

এদিন বেশ কিছু দাবি দাওয়ার কথাও জানান সলিডারিটি ইউথ মুভমেন্টের রাজ্য সহ সভাপতি সাব্বির আহমেদ। এছাড়াও এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন এই সংস্থার জেলা সভাপতি মহম্মদ শাহাজাল হক, ওকড়াবাড়ী এলাকার জামাতি ইসলাম হিন্দের সদস্য সেকেন্দার আলি সহ আরো অনেকে।

ক্যাম্পেইনের উল্লেখযোগ্য দাবিসমূহ-

১। রাজ্য তথা দেশজুড়ে সরকারিভাবে আইন প্রণয়নের মাধ্যমে সকল প্রকার মাদকদ্রব্যের নিষিদ্ধকরণ করতে হবে।

২। সকল অপকর্ম, অপরাধ ও অশ্লীলতার মূল মাদকদ্রব্য, তাই সুস্থ ও সুন্দর ব্যক্তি-সমাজ-রাষ্ট্র গঠনে সকল মাদকদ্রব্যের অবিলম্বে। নিষিদ্ধকরণ করতে হবে।

৩। যুব সমাজের নৈতিক মূল্যবোধ ধুংসকারী ও মানবতাবিরোধী পর্নোগ্রাফি ও অশ্লীল ছবির প্রচার ও সম্প্রসারণ বন্ধ করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪। মাদকের ফলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং সর্বত্র নেশা মুক্তি কেন্দ্র গড়ে তুলতে হবে।

৫। মাদকদ্রব্যের ব্যবসার পুরানো সকল লাইসেন্স বাতিল করতে হবে এবং নতুন ভাবে লাইসেন্স দেয়া বন্ধ করতে হবে।

এদিন রাজ্য সহ সভাপতি সাব্বির আহমেদের আহ্বান, এই ক্যাম্পেনের মধ্য দিয়ে সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট পশ্চিমবঙ্গ সারা রাজ্য জুড়ে আপামর যুব সম্প্রদায়ের কাছেই আহ্বান রাখছে যে আসুন উন্নয়নশীল সমাজ গঠনে, যুব সমস্যার দূরীকরণে, ড্রাগ ও নেশা মুক্ত সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে আমরা সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট এর সাথে নিজেকে যুক্ত করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code