Latest News

6/recent/ticker-posts

Ad Code

অনুষ্ঠিত হলো এসসি বর্ণপরিচয় বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠিত হলো এসসি বর্ণপরিচয় বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

SC Barna porichoi


অনুষ্ঠিত হলো এসসি বর্ণপরিচয় বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ ৩১শে ডিসেম্বর দিনহাটার বড় আটিয়াবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের এসসি বর্ণপরিচয় বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নবীন বরণ, আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতার কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।

এদিনের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ বনিকের সম্পাদিত ছোটোদের ছড়ার বই 'আপন মনে'-র শুভ উদ্বোধন হয়। কচিকাঁচাদের আবৃত্তি, একক নৃত্য, সমবেত নৃত্যে বর্ণাঢ্য অনুষ্ঠান জমে ওঠে। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন আবু আরশাদ রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রী ও অভিভাবক অভিভাবকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

এদিনের এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন বিশ্বনাথ দেব, ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, আক্কাস আলী, গোপালনগর এম এস এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পিন্টু কর্মকার, সোনিদেবী জৈন উচ্চ বিদ্যালয়, বিশিষ্ট চিকিৎসক অজয় মণ্ডল, উজ্জ্বল আচার্য, নাগরিক মঞ্চের সম্পাদক জয় গোপাল ভৌমিক, চিত্র শিল্পী প্রসেনজিৎ ভৌমিক, হীরক সরকার, সারদা শিশু তীর্থের প্রধান শিক্ষক, তোফাজ্জল হক, NCUSO জেলা সম্পাদক, সুব্রত দত্ত, অঙ্কন শিক্ষক, অনুপ রায়, অঙ্কন শিক্ষক, সঞ্জীব সাহা, অঙ্কন শিক্ষক বিশ্বজিৎ রক্ষিত, বাসন্তীর হাট শিশু মন্দিরের প্রধান শিক্ষক, সুখময় পাল চৌধুরী, অ্যাপোলো প্রিন্টিং প্রেস, চন্দন সাহা, অঙ্কন শিক্ষক, তন্ময় দে, ইংরেজি শিক্ষা নয়ারহাট উচ্চ বিদ্যালয়, রেজাউল করিম, দিনহাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সুমন রায়, সহজপাঠ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক, এছাড়াও, সভাপতি দেবেন্দ্র নাথ বনিক, কোষাধ্যক্ষ অর্চনা বনিক সহ আরো অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code