Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশিত হলো WEST BENGAL TALENT SEARCH EXAM.-2024 পরীক্ষার ফল

প্রকাশিত হলো WEST BENGAL TALENT SEARCH EXAM.-2024 পরীক্ষার ফল

West Bengal talent search exam result


West Bengal talent search exam result 

কলকাতার নবপরিবর্তন ধরার West Bengal Talent Search -2024 পরীক্ষার ফল প্রকাশিত হল।আনুষ্ঠানিকভাবে ফল ঘোষনা করলেন উত্তর বঙ্গের Chief Organizer গণেশ চ্ন্দ্র রায়। (West Bengal talent search exam result )


তিনি বলেন, যে সব ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংগ্রহণ করেছিল জলপাইগুড়ি , আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, মালদা, দিনাজপুর জেলার বিভিন্ন সেন্টার থেকে, তারা আমাদের এই সংস্থার নির্দিষ্ট website এ গিয়ে Roll number submit করলে তৎখনাৎ রেজাল্ট দেখতে পাবে। website হল www.nabaparibartandhara.org । (West Bengal talent search exam result)


তিনি আরোও জানান, যাদের OMR sheet ভুল হয়েছে তারা রেজাল্ট দেখতে পারবে না। তাদের উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য করা হয়েছে। রেজাল্ট দেখার পর কেউ Review করতে চাইলে তার ব্যবস্থা আছে,তার জন্য প্রার্থীকে একটা আবেদন করতে হবে।


যে সব ছাত্র ছাত্রী 40 শতাংশ পাবে তারা শুধু পাশ করবে। মার্কস অনুযায়ী আমাদের A,B,C সার্টিফিকেট থাকবে সেগুলি উপহার সহ স্কুলে পাবে ফেব্রুয়ারি মাসে। যারা A+ and রাজ্যে rank করবে তাদেরকে আমরা মঞ্চে ডেকে পুরস্কৃত করবো মার্চ মাসে। সেখানে উপস্থিত থাকবেন, কবি,সাহিত্যিক, শিক্ষাবীদ এবং সংস্থার কর্ণধার যাঁরা। আমাদের 2025 সাল এর পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ শুরু হবে মার্চ মাস থেকে।



তিনি আরোও জানান, আমি ধন্যবাদ জানাই, যারা আমাকে ঐ দিন গুলোতে পরীক্ষা নিতে ভীষন ভাবে সাহায্য করেছিলো, বিশেষ করে লোকাল থানার পুলিশ, ওই স্কুল এর টিচার্স এবং স্থানীয় সমাজসেবি যারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code