সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান

Sahebganj High School Diamond Jubilee year closing ceremony


দিনহাটা দুই নং ব্লকের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান শুরু হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। 

বুধবার সকাল ১০টা নাগাদ দিনহাটার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে সাহেবগঞ্জ চৌপথি, পরবর্তীতে খারুভাজ চৌপথি পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। 

জানা গেছে আজ বিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন হয়। বিদ্যালয় এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। 

স্কুলে সারাদিন ব্যাপী ছাত্র-ছাত্রী এবং স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান চলবে।