দিনহাটা কলেজে বহিরাগতদের আনাগোনা, ছাত্রীদের ইভটিজিং! থানায় অভিযোগ বর্তমান ছাত্রদের




দিনহাটা কলেজে বহিরাগতদের আনাগোনা বেড়েই চলেছে, চলছে ছাত্রীদের ইভটিজিং। এর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালো কলেজের বর্তমান ছাত্ররা। এদিন রীতিমতো জোটবদ্ধ হয়ে ছাত্ররা দিনহাটা কলেজে এসে তারা তাদের অভিযোগ পত্র জমা দেয়।

কলেজের ছাত্রদের অভিযোগ, প্রায় প্রতিদিন দিনহাটা কলেজে বহিরাগতদের উৎপাত বেড়েই চলেছে। কলেজের গেটের সামনে একদল বহিরাগত সবসময় বসে থাকে। তারা ছাত্ররা কলেজের থেকে বেরিয়ে এলে তাঁদেরকে যেমন নানাভাবে হেনস্তা করা হয় পাশাপাশি কলেজের ছাত্রীরা কলেজ থেকে বেড় হওয়ার সময় তাদের ইভটিজিং করা হয়। ইতিমধ্যেই কলেজের প্রিন্সিপাল কে বিষয়টি জানানো হয়েছে। এরপরেও বহিরাগতদের এই উৎপাত না থামায়, এদিন ছাত্ররা দলবদ্ধ হয়ে দিনহাটা থানায় এসে লিখিতভাবে অভিযোগ জমা দেয়।

এ বিষয়ে কলেজের ছাত্রীদের বক্তব্য, অবিলম্বে বহিরাগতদের এই দৌরাত্ম না কমলে তারা ফের বৃহত্তর আন্দোলনে শামিল হবেন।