পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি! 

Punjab News


পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরের বাইরে সাতসকালে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলকে লক্ষ্য করে চললো গুলি। যদিও অল্পতেই বেঁচে গেলেন তিনি।

এদিন ঘটনাস্থল থেকে দেখা যায় আততায়ী ধীরে ধীরে গেটের কাছে আসছে। তারপর দ্রুত বন্দুক বের করে। সুখবীর সিংহ বাদলের কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক তাকে সময় মতো দেখে তার হাত ধরে নেয়। ফলে গুলিটি ছিটকে বাইরে চলে যায়। আততায়ীকে ধরে ফেলেন স্বর্ণমন্দিরের বাইরে উপস্থিত লোকজন।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম নারায়ণ সিংহ চৌরা। অভিযোগ খলিস্তান লিবারেশন ফোর্স এবং অকালি ফেডেরশনের সঙ্গে যুক্ত নারায়ণ সিংহ চৌরা।

ধর্মীয় অপরাধ করার জন্য আগেই শিরোমণি অকালি দলের প্রাক্তন সভাপতি তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল-সহ পূর্বতন অকালি মন্ত্রিসভার একাধিক সদস্যকে দোষী সাব্যস্ত করেছিল শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন অকাল তখত।