ডক্টর রাম মনোহর লোহিয়া স্মৃতি সম্মান পাচ্ছেন দিনহাটার দীপ্তিমান সেনগুপ্ত
দিনহাটা:
ছিটমহল আন্দোলনের স্বীকৃতি স্বরূপ চলতি বছরে ডক্টর রাম মনোহর লোহিয়া স্মৃতি সম্মান পাচ্ছেন দিনহাটার দীপ্তিমান সেনগুপ্ত। বুধবার বিকেল চারটে নাগাদ সে নিয়েই প্রতিক্রিয়া দেন দীপ্তিমান সেনগুপ্ত।
জানা গিয়েছে আগামী ৬ ডিসেম্বর হায়দ্রাবাদে ডক্টর রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশন এর মূল অডিটোরিয়ামে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। ঐদিন স্বাধীনতা সংগ্রামী বদ্রীবিশাল পিট্রীর ১৮তম মৃত্যু বার্ষিকী ও ডক্টর রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশনের ৭০ তম প্রতিষ্ঠা বর্ষ।
উল্লেখ্য ১৯৯২ সাল থেকে শুরু ছিটমহল আন্দোলনে দীপ্তিমান সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০০৪ সালে আন্দোলনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। ওই আন্দোলনের জেরে ২০১৫ সালের ৩১ শে জুলাই মধ্যরাতে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় সম্পূর্ণ হয়। এই সামাজিক আন্দোলনে তার অবদানের জন্যই ডক্টর রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশন তাকে নির্বাচিত করেছে।
এ বিষয়ে দীপ্তিমান জানান দেশের বিভিন্ন রাজ্যে নানা সামাজিক আন্দোলনে যুক্ত ১৪ জন ব্যক্তি এবছর এই সম্মান পাচ্ছে। তিনি তাদের একজন হতে পেরে গর্বিত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊