এবার ভারত এবং বাংলাদেশকে চিন্তায় ফেলে দিলো চীন! ব্যাপক ক্ষতির আশঙ্কা !

China New Dam Project: এবার ভারত এবং বাংলাদেশকে চিন্তায় ফেলে দিলো চীন! ব্যাপক ক্ষতির আশঙ্কা !
photo credit: reuters



এবার ভারত এবং বাংলাদেশ, এই দুই দেশের কাছেই চিন্তার বিষয় হয়ে উঠেছে চীনের নদী বাঁধ । বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের (China New Dam Project) একটি প্রকল্প অনুমোদন করেছে চীন। তিব্বত মালভূমির পূর্বাংশে এই প্রকল্পের কারণে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।


বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, চীনের মধ্যাঞ্চলে অবস্থিত থ্রি জর্জেস বাঁধের উৎপাদন ক্ষমতার চেয়ে তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে নতুন বাঁধটি (China New Dam Project)থেকে ৷ থ্রি জর্জেস বাঁধ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে বিবেচিত। তিব্বতের ইয়ারলুং জাংবো নদীর নিম্নভাগে বাঁধটি (China New Dam Project) নির্মাণ করে বছরে তিনশ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের আশা করছে চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্প ।


চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, নতুন এই প্রকল্প (China New Dam Project) চীনের কার্বন শিখর ও কার্বন নিরপেক্ষতা লক্ষ্যমাত্রা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি প্রকৌশলের মতো সংশ্লিষ্ট শিল্প খাতকে আরো সমৃদ্ধ করবে এবং তিব্বতে কর্মসংস্থান বৃদ্ধি করবে।


ইয়ারলুং জাংবো নদীর একাংশে ৫০ কিলোমিটারের মধ্যে জলপ্রবাহে ২০০০ মিটারের মতো পতন ঘটে যা জলবিদ্যুৎ উৎপাদনের এক বিপুল সম্ভাবনা তৈরি করছে। তবে এক্ষেত্রে প্রকৌশলগত অন্যন্য চ্যালেঞ্জও রয়েছে।


চীনা কর্তৃপক্ষ অবশ্য তিব্বত প্রকল্পটির (China New Dam Project) কারণে ঠিক কত সংখ্যক মানুষকে অন্যত্র সরে যেতে হবে এবং মালভূমিটির অন্যতম সমৃদ্ধ এবং বৈচিত্রময় বাস্তুসংস্থানে তার প্রভাব কী হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি। তবে তারা জানিয়েছে, চীনের জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনার এক তৃতীয়াংশের বেশি পূরণে সক্ষম এই বাঁধের কারণে পরিবেশ এবং নিম্নভাগে জল সরবরাহ ব্যবস্থায় বড় কোনো প্রভাব ফেলবে না।


তবে ভারত এবং বাংলাদেশের কাছে চিন্তার কারন হয়ে উঠেছে এই বাঁধ (China New Dam Project)। আশঙ্কা করা হচ্ছে, এই প্রকল্পের কারণে শুধু স্থানীয় বাস্তুসংস্থানেই পরিবর্তন নয়, নদীর নিম্নভাগের জলপ্রবাহ ও গতিপথেও পরিবর্তন আসবে।