Latest News

6/recent/ticker-posts

Ad Code

Pakistan airstrikes on Afghanistan: পাকিস্তানের বিমান হামলায় ৪৬ জন নিহত; 'কাপুরুষোচিত কাজ' বলে অভিহিত করেছে আফগানিস্তান

পাকিস্তানের বিমান হামলায় ৪৬ জন নিহত; 'কাপুরুষোচিত কাজ' বলে অভিহিত করেছে আফগানিস্তান

46 killed in Pakistan airstrikes on Afghanistan; Taliban calls it a 'cowardly act'



বুধবার আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় পূর্ব পাকতিকা প্রদেশে ৪৬ জন নিহত হয়েছে যার মধ্যে রয়েছে প্রাথমিকভাবে নারী ও শিশু। তালেবানের একজন মুখপাত্র বলেছেন, “গত রাতে (মঙ্গলবার) পাকিস্তান চার পয়েন্টে বোমাবর্ষণ করেছে পাকটিকা প্রদেশের বারমাল জেলায়। মোট মৃতের সংখ্যা ৪৬, যাদের অধিকাংশই শিশু ও নারী। ”

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এএফপিকে বলেছেন, এই বিমান হামলা 'কাপুরুষোচিত কাজ', এই হামলায় বেশিরভাগই শিশু নিহত ও আহত হয়েছে।

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানকে "বর্বর" এবং "স্পষ্ট আগ্রাসন" হিসাবে বর্ননা করেছে। একটি বিবৃতিতে আরও জানিয়েছে, "ইসলামি আমিরাত এই কাপুরুষোচিত কর্মকাণ্ডকে উত্তর ছাড়া ছাড়বে না।

সংবাদ সংস্থা এএফপিকে স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন। বরমালের বাসিন্দা মালেল বলেন, “বোমা হামলায় একটি বাড়িতে ১৮ জন নিহত হয়েছে, পুরো পরিবার প্রাণ হারিয়েছে।" তিনি আরও জানান, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত গত মার্চ মাসে অনুরূপ পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে আটজন বেসামরিক লোক নিহত হয়, যার ফলে সীমান্তে সংঘর্ষ হয়। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে, পাকিস্তান কাবুলকে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে। যদিও আফগানিস্তান সরকার অভিযোগ অস্বীকার করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code