নতুন বছরের শুরুর আগেই বড় খবর ! এবার একলাফে কমতে চলেছে মোবাইল রিচার্জের দাম ! 

Group of happy multiracial college girl friend students looking at mobile phone. By Hoverstock
photo credit: 



কী প্যাড মোবাইলে ইন্টারনেট পরিষেবার প্রয়োজন না হলেও কিংবা যারা স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে না তাদের সবাইকেই মোবাইল রিচার্জের (mobile recharge) সময় আনলিমিটেড কলিং এর সাথে ইন্টারনেট ডেটা প্যাক নিতেই হয়। এই নিয়ে দীর্ঘদিন থেকেই গ্রাহকদের মধ্যে ক্ষোভ কাজ করছিলো। এরই মধ্যে এবার নরেচড়ে বসলো ট্রাই। এবার ভয়েস কল এবং ডেটা রিচার্জ (mobile recharge) আলাদা হতে চলেছে।


মোবাইল ছাড়া বর্তমান সময়ের কথা ভাবাই যায়না। অথচ এই মোবাইল সচল রাখতে গ্রাহককে গুনতে হচ্ছে প্রচুর টাকা (mobile recharge) । যে গ্রাহক শুধু কল করবার জন্য মোবাইল ব্যবহার করে তাকেও বাধ্য হয়ে ডেটা সহ রিচার্জ (mobile recharge) করতে হয়। আবার কেউ ফোনে কথা না বলে শুধু ইন্টারনেটের কাজ করলেও তাকেও বাধ্য হতে হয় আনলিমিটেড কলিং পরিষেবা নিতে। এতে করে মোবাইল রিচার্জের (mobile recharge) দাম অনেকটাই বেড়ে চলছে দিনের পর দিন।


কিন্তু প্রয়োজন না থাকলেও কেন ডেটা কিনতে হবে? এমন প্রশ্ন শুরু থেকেই উঠেছে। এই পরিস্থিতিতে অবশেষে নড়েচড়ে বসেছে ট্রাই (TRAI)। এবার আগের মতো ডেটা প্যাক বাদ দিয়ে শুধু ভয়েস কল ও এসএমএসের রিচার্জ প্ল্যান (mobile recharge) ফিরিয়ে আনা হচ্ছে। এব্যাপারে টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে ট্রাই (TRAI)।


দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার (TRAI) এই নির্দেশের ফলে আগামীদিনে রিচার্জের ন্যুনতম খরচ কমবে বলেই মনে করা হচ্ছে। শুধুমাত্র ভয়েস কল ও এসএমএসের জন্য একটি বিশেষ প্ল্যান চালুর কথাও বলা হয়েছে। এই প্ল্যানের সর্বোচ্চ মেয়াদ হতে পারে ৩৬৫ দিন বা এক বছর।


উল্লেখ্য, গত জুলাইয়ে এক ধাক্কায় ২৭ শতাংশ পর্যন্ত মাশুল বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলি। অধিকাংশ প্ল্যানে এক মাসের ন্যূনতম মোবাইল খরচ (mobile recharge) বেড়ে পৌঁছে গিয়েছে ২০০ টাকার আশপাশে। আর প্রতিটি সংস্থা তাদের প্ল্যানগুলিতে ভয়েস কল ও এসএমএসের সঙ্গে জুড়ে দিয়েছে ডেটা। বাধ্য হয়ে শুধুমাত্র সিম কার্ড সচল রাখতে এই প্ল্যানেই রিচার্জ করতে হচ্ছে গ্রাহকদের।


এখানেই আপত্তি উঠেছিল বিভিন্ন মহল থেকে। অভিযোগ জমা পড়েছিল নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের কাছেও। যার পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ।