বড়দিনে মধ্যরাতে প্রার্থনা অনুষ্ঠান, আনন্দ উৎসবে মাতলো সকলেই 

বড়দিন


বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়।অন্যমতে একটি ঐতিহাসিক রোমান উৎসব।



পুরো বিশ্বের পাশাপাশি 24 শে ডিসেম্বর মধ্য রাতে যীশু খ্রীষ্টের জন্মদিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের কাঁঠালগুড়ি শেন আলাইছিউস হিন্দি স্কুলের চার্জে প্রার্থনা এবং আনন্দে উৎসবটি পালন করা হয়। এদিনের এই উৎসবে ক্রান্তি ব্লকের আনন্দপুর কৈলাসপুর সহ যোগেশচন্দ্র চা বাগানের প্রচুর খ্রিষ্টান ধর্মীয় অবলম্বী মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে কাঠালগুড়ি চার্জে। প্রায় আট থেকে দশ হাজার মানুষের সমাগম হয়। ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষ চার্জের প্রধান ফাদারকে ফুলের তোড়া এবং কেক দিয়ে সম্বর্ধনা জানান। এছাড়াও সারারাত ক্রান্তি থানার পুলিশ প্রশাসন উপস্থিত থাকে।



এদিকে ওই সমস্ত ভক্তদের কাছে বিনামূল্যে প্রতি বছরের ন্যায় এ বছরও চা-বিস্কিট এবং জল তুলে দেয় ক্রান্তি ব্লকের ভাইরাল মানবতার ফেরিওয়ালা মোঃ নুর নবীউল ইসলাম। তিনি জানান আজকে আমাদের স্বদেশ নির্মাণ ইনিসিয়েটিভ ট্রাস্ট কে সিআরপিএফ জাওয়ান রিমিস কুল্লু মহাশয় আমাদেরকে চা-বিস্কিট দুধের প্যাকেট দিয়ে সহযোগিতা করেছেন। সবাই এই পরিষেবায় খুশি হয়ে বিশিষ্ট সমাজসেবী মোঃ নূর নবীউল ইসলামকে ধন্যবাদ এবং প্রশংসা জানান।