Nitish Reddy: টেস্ট কেরিয়ারে প্রথম শতরান নীতিশের, ছেলের শতরানের কেঁদে ফেললেন বাবা
বর্ডার গাভাস্কার ট্রফিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম শতরান হাঁকালেন নীতিশ রেড্ডি। চলতি সিরিজ়ে শুরু থেকেই নজর কাড়ছেন নীতীশ। পার্থে নিজের প্রথম ইনিংস খেলতে নেমে দলের মধ্যে সর্বাধিক রান করেছিলেন তিনি। কিন্তু অর্ধ শতরান টপকাতে পারেননি। কিন্তু মেলবোর্নে প্রথম অর্ধশতরান করার পর শতরান ও পূর্ণ করলেন নীতিশ।
নীতিশের শতরানের পরেই কেঁদে ফেললেন তার বাবা। স্কট বোলান্ডের বলে চার মেরে প্রথম টেস্ট শতরান হাঁকান তিনি। গ্যালারিতে বসে পুত্রের শতরান দেখেন নীতীশের পিতা মুতিয়ালা রেড্ডি। দিনের শেষে অপরাজিত রয়েছেন নীতীশ। রবিবার আবার খেলতে নামবেন তিনি।
টেস্ট কেরিয়ারে প্রথম শতরানের জন্য তাঁকে আর্থিক পুরস্কার দিয়েছে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থা। নীতীশকে ২৫ লক্ষ টাকা আর্থিক পুরষ্কার দেওয়ার ঘোষনা দিয়েছে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থা।
দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতের রান ৯ উইকেটে ৩৫৮। ১০৫ রান করে অপরাজিত রয়েছেন নীতীশ। সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ। এখন দেখার, চতুর্থ দিন নিজেদের রান কতটা বাড়াতে পারে ভারত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊