Plane Crash in south Korea: ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা!

Plane Crash


ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। যাত্রী সমেত বিমানবন্দরেই ভেঙে পড়ল। দুর্ঘটনার সময় বিমানে সওয়ার ছিলেন ১৭৫ জন যাত্রী এবং সঙ্গে ছয় বিমান কর্মীও ছিলেন। তাইল্যান্ড থেকে ফিরে বিমানটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে আচমকা বিপথগামী হয়ে পড়ে। জানা যাচ্ছে, এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা রয়েছে।  দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পার্শ্ববর্তী এলাকা। 



বিমানটি বিমান বন্দরে অবতরণের সময় বিপথগামী হয়ে তীব্র গতিতে দেওয়ালে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে চারিদিক। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮৫ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আপাতত একজনকে জীবিত বের করে আনা গিয়েছে বলে খবর। 



রবিবার সকালে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে Jeju Air Plane সংস্থার একটি বিমান অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে ফিরছিল বিমানটি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে দেখা যায়, দুরন্ত গতিতে রানওয়েতে নেমে আসছে বিমানটি। কিন্তু মাটি ছোঁয়ার মুহূর্তে আচমকাই বিপথগামী হয়ে কিছু দূর গিয়ে একটা দেওয়ালে ধাক্কা মারে। এরপরেই আগুনের লেলিহান শিখা নিমিষেই বিমানে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। 



বিমানবন্দর কর্তৃপক্ষ উদ্ধারকার্য চালাচ্ছে বলে জানা গিয়েছে। দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট চয় সাং-মোক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। উদ্ধারকার্যে জোর দিতে নির্দেশ দিয়েছেন তিনি। কেন এমন দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে অনুমান যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা।