শীতকালে আম! নাম তোতাপুরি, এক একটি ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম

Mangoes in winter


নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি

শীতকাল মানে কমলালেবু আমরা সকলেই জানি কিন্তু, শীতকালে আম পাওয়া যায়! অবাক করার বিষয়। কাঞ্চনজংগা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একজন ব্যক্তির ঠেলায় করে বিক্রি করছেন আম। লম্বা লম্বা সাইজের সেই আম যেমন স্বাদ তেমন খেতে। নাম তোতাপুরি, ব্যাঙ্গালোরের আম। যেমন দেখতে কেমন স্বাদ। এমনটাই জানাচ্ছেন সেই আম বিক্রেতা।


তবে দামটা একটু বেশি, এই প্রসঙ্গে সংশ্লিষ্ট আম বিক্রেতা জানিয়েছেন দুশো কুড়ি টাকা করে কিলো প্রতি আম। মোটামুটি ভালই বিক্রি হচ্ছে, ক্রেতারা নিচ্ছেন সেই আম। ৭০০ থেকে ৮০০ গ্রামের ওজন রয়েছে এক একটি আমের।