Madhyamik Test Paper 2025: কবে মিলবে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে টেস্ট পেপার!
ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে মাধ্যমিক টেস্ট পরীক্ষা। মূলত নভেম্বরের শেষ সপ্তাহেই বেশিরভাগ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক টেস্ট পরীক্ষা। এবার ফাইনাল পরীক্ষার অপেক্ষা। আগামী আগামী বছর মাধ্যমিক শুরু হবে ১০ ফেব্রুয়ারি। হাতে আর দুই মাসও নেই। এবার অপেক্ষা পর্ষদের ফ্রী টেস্ট পেপারের (Madhyamik Test Paper 2025)।
যে সকল বেসরকারী সংস্থা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার (Madhyamik Test Paper 2025) তৈরি করে তাদের প্রত্যেকের টেস্ট পেপার বাজারে চলে এসেছে। মধ্যশিক্ষা পর্ষদের পড়ুয়াদের জন্য বিনামূল্যে টেস্ট পেপার (Madhyamik Test Paper 2025) কবে প্রকাশ হবে সেই দিকে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী।
মধ্যশিক্ষা পর্ষদের বিনামূল্যের টেস্ট পেপার (Madhyamik Test Paper 2025) নিয়ে অভিযোগ বেশ কয়েকবছর থেকেই। মূলত অভিযোগ, অনেকটা দেরী করে ছাত্রছাত্রীদের হাতে পৌছায় এই টেস্ট পেপার। ফলে সেই টেস্ট পেপার (Madhyamik Test Paper 2025) দেখে অনুশীলন করার সময় পায় না পড়ুয়ারা।
চলতি ডিসেম্বরের মাঝ পর্বের মধ্যেই টেস্ট পেপার (Madhyamik Test Paper 2025) প্রকাশের আর্জি জানিয়ে পর্ষদকে চিঠি দিয়েছে শিক্ষকদের একাংশ। শিক্ষকেরা জানাচ্ছেন, গত বছর মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। পর্ষদ আনুষ্ঠানিক ভাবে টেস্ট পেপার প্রকাশ করে ১৯ ডিসেম্বর। কিন্তু সেই টেস্ট পেপার স্কুলে স্কুলে বিলি হতে হতে জানুয়ারির প্রথম সপ্তাহ হয়ে যায়। কোনও কোনও স্কুলে তারও পরে টেস্ট পেপার পৌঁছোয়।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘‘গত বছর মাধ্যমিক পরীক্ষার আগের মুহূর্তে টেস্ট পেপার পেয়ে পড়ুয়াদের লাভ হয়নি। অথচ পর্ষদের ১০ লাখের উপর টেস্ট পেপার তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। টেস্ট পেপার সময়ে প্রকাশ করে এই অপচয় বন্ধ করা হোক। নিখরচার টেস্ট পেপার গরিব পড়ুয়াদের খুবই উপকার হত।’’
জানাগিয়েছে, পর্ষদের টেস্ট পেপারের (Madhyamik Test Paper 2025) কাজ শেষ পর্যায়ে। শেষবারের মতন দেখা হলেই যাবে বাঁধাইয়ে। প্রায় ১০ লক্ষ টেস্ট পেপার তৈরি হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই রাজ্যের পড়ুয়াদের হাতে পৌছাবে এই টেস্ট পেপার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊