ভাষা বিষয়ক কর্মশালা ও গ্রন্থ প্রকাশ

Language workshops and publication of books



নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: হাজী দেসারাত কলেজ এবং ইন্ডিয়ান আনথ্রোপোলজিকাল সোসাইটি - র মধ্যে একটি মউ সাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ ড. তরুণ মণ্ডল মহাশয়, , সোসাইটির তরফে উপস্থিত ছিলেন, সভাপতি প্রফেসর বরুণ মুখোপাধ্যায় , সাধারণ সম্পাদক প্রফেসর সুবীর বিশ্বাস ।

কলেজের নৃতত্ত্ব বিভাগ ও অন্যান্য ভাষা বিভাগের সমস্ত অধ্যাপকদের উজ্জ্বল উপস্থিতিতে সুন্দরবনের মূল চারটি উপজাতির ( মুণ্ডা, ওরাওঁ, ভূমিজ, সাঁওতাল) ভাষা সংরক্ষণ এবং তাঁদের সম্পর্কিত আলোচনা হয়।

Language workshops, publication of books



আলোচনা সফলতার দিকে এগোয় এবং সোসাইটির কাউন্সিল সদস্য নৃতাত্ত্বিক ড. অরূপ মজুমদার দুই দিবসীয় কার্যশালা করেন ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি ও নৃতত্ত্ব বিভাগের সহযোগিতায়। যেখানে ভাষা বিলুপ্তির কারণ এবং সেগুলোকে কিভাবে সংরক্ষন করা যায়, তা নিয়ে আলোচনা করেন। বিভিন্ন ভাষা বিভাগের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে কার্যশালা সম্পন্ন হয়।

এরপর ছাত্র ছাত্রীদের নিয়ে তথ্য সংগ্রহের জন্য গোসাবা ব্লকের তেঁতুলতলি গ্রামের মুণ্ডা আদিবাসীদের কাছে নিয়ে যাওয়া হয়, সেখানে তারা সাদরি ভাষা সম্পর্কে তথ্য সংগ্রহ করে। সংগ্রহের পর তারা কলেজের ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি তে গিয়ে সেগুলোকে ডকুমেন্টেশন করে। এর ফলস্বরূপ দুটি বই, একটি সাদরি ভাষার অভিধান এবং অন্যটি একটি ছড়ার বই রচিত হয়। ছড়ার বইটি বিশেষত শিশুদের জন্য করা হয়েছে।

Language workshops, publication of books

গত ৭ ডিসেম্বর,২০২৪ তারিখে কলেজের সেমিনার রুমে বই দুটির মোড়ক উন্মোচন করেন সোসাইটির সভাপতি প্রফেসর ড. বরুণ মুখোপাধ্যায় এবং কলেজের অধ্যক্ষ ড. তরুণ মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নৃতত্ব বিভাগের অধ্যাপক তমাল দত্ত । উপস্থিত ছিলেন কলেজের IQAC কোঅর্ডিনেটর ড. উত্তম কুমার গুরু। উপস্থিত ছিলেন কলেজের নৃতত্ত্ব বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রজ মোহন সামল। ভাষা বিভাগের সমস্ত অধ্যাপকদের ও বিশেষত ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।