Latest News

6/recent/ticker-posts

Ad Code

টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার পুত্রের বিরুদ্ধে

টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার পুত্রের বিরুদ্ধে

টোটো চালক



সিতাই: রাস্তার টোটো চালকের উপর দাদাগিরি এবং টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ কোচবিহার লোকসভা আসনের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার পুত্র কুন্তল বসুনিয়ার বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে জেনারুল মিয়া নামে সিতাই এলাকার ওই টোটো চালক।

অভিযোগ আজ সন্ধ্যা নাগাদ সিতাই কেশরীবাড়ী এলাকায় সাংসদ পুত্র কুন্তল যখন বাইক নিয়ে আসছিলেন ঠিক সেই সময় টোটো চালাচ্ছিলেন জেনারুল মিয়া। পরবর্তীতে রাস্তায় সাইড দেওয়া নিয়ে সাংসদ পুত্রের সঙ্গে তার বচসা হলে এক পর্যায়ে সাংসদ পুত্র কুন্তল নিজের বাইক থেকে নেমে মাথার হেলমেট দিয়ে রাস্তায় ফেলে টোটো চালক জেনারুল মিয়াকে বেধড়ক পেটাতে থাকেন।

অভিযোগ, সেই সময় সাংসদ পুত্রকে স্থানীয় পথ চলতি মানুষ বাধা দিলেও থামাতে পারেনি। পরবর্তীতে সেই টোটো চালককে সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রাই সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে দিনহাটায় আনা হয়।

এই বিষয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া টেলিফোনে জানিয়েছেন- 'আমি তো দিল্লিতে আছে, শুনেছি টোটোওয়ালার সাথে এক্সিডেন্ট হয়েছে। টোটোওয়ালা রং সাইডে ছিল। ওরা তো চালায় এরকম করেই। টোটোওয়ালা দোষ করেছে। ছেলের হাত পায়ে ছাল গিয়েছে, মোবাইল ভেঙ্গে গেছে। এখন দোষ দেওয়ার জন্য টোটোওয়ালা বানিয়ে বলছে।' 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code